শাহরাস্তি ব্যুরোঃ
শাহরাস্তিতে মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন নিউ মডার্ণ ল্যাব এ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যানের মেজো ছেলে ডাঃ মোঃ আহসানুল কবীর এ চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজক সূত্রে জানায়, প্রতি বছরের ন্যয় মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়েছেন।
ডাঃ মোঃ আহসানুল কবীর জানান, শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা রোগ নির্ণয়ের জন্য প্রায় ২ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুম আবদুল আউয়াল চেয়ারম্যানের বড় ছেলে মোঃ সাইফুল কবির সুমন এবং ছোট ছেলে মোঃ মাহফুজুল কবির। সার্বিক তত্ত্বাবধানে সহযোগীতা করেন মডার্ণ ল্যাবের পরিচালক মোঃ ফারুক হোসেন ও সহযোগি হিসেবে নেয়ামত উল্যাহ উপস্থিত ছিলেন।