শাহরাস্তিতে মসজিদে এতেকাফ ও রোজারত অবস্হায় বিশিষ্ট সমাজসেবক তছলিম হোসেনের (৬২) মৃত্যু হয়েছে। শনিবার ২৩ এপ্রিল ভোরে অসুস্থবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্র জানা যায়, উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আকুব আলী পাটোয়ারীর পুত্র তসলিম হোসেন পাটোয়ারী মাহে রমজানের শেষ দশক উপলক্ষে শুক্রবার বিকেল ফতেপুর উত্তর পাড়া জামে মসজিদে এতেকাফ করেন। শনিবার সকাল ৬টার দিকে তিনি মসজিদে অসুস্থ হয়ে পড়লে পরিবার ও এলাকার লোকজন তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন।
বিকেল সাড়ে ৩ টার সময় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।
প্রসংগত, মরহুম তসলিম হোসেন পাটোয়ারী দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ঢাকায় ব্যবসা করতেন। এলাকায় তিনি একজন দানবীর ও সমাজ হিতৈষী হিসেবে খ্যাত ছিলেন।