
শাহরাস্তি উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মিজিকে অস্ত্র ও ইয়াবা সহ আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। গত ২৫ জুন রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ ক’টি দেশীয় অস্ত্র ও ৭০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রেদওয়ান মিজি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। গত ২৫ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় হানা দেয় পুলিশ। এ সময় তার আস্তানা থেকে বেশ ক’টি দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রেদওয়ান মিজি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। গতকাল ২৬ জুন তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।