মিজান লিটন
শাহরাস্তিতে ১ মাদক বিক্রেতাসহ ২ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর সোমবার ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালতে এ রায় দেয়া হয়। অভিযুক্তরা হচ্ছে ঃ মাদক বিক্রেতা উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্বর্ণকারপাড়ার মৃত আবদুল মজিদের পুত্র সফিক গাজী (৪৬), মাদক সেবনকারী একই গ্রামের মৃত মমিন গাজীর পুত্র আব্দুল মান্নান গাজী (৪০) ও বাচ্চু মিয়ার পুত্র মোঃ খোরশেদ আলম (৩০)। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সফিক গাজীকে ৬ মাসের বিনাশ্রম ও ২ মাদকসেবী আব্দুল মান্নান গাজী ও খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
থানা পুলিশ সূত্রে জানায়, গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা ও ২ মাদকসেবীকে হোসেনপুর স্বর্ণপাড়া এলাকা থেকে ১শ’ ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের পরদিন সোমবার ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের এ সাজা প্রদান করে। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুন, উপ-পরিদর্শক (এস.আই) কামাল উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।