মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমানের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেজাউল করিম মানিকের উদ্যোগে বিজয়পুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেজাউল করিম মানিকের সভাপতিত্বে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহ জাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাক। এসময় শোকসভায় মুক্তিযোদ্ধা বদিউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এলাকার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিাযোদ্ধা ওহিদুর রহমান, বদিউর রহমান মাষ্টার, মরহুমের বড় ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান, মাহবুবুল আলম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ সুলতান আহম্মেদ, খোরশেদ, নজরুল, বাবলু, শাখাওয়াত, কবির, টিপু। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করেন শাহেব বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউছুপ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।