মোঃ জামাল হোসেনঃ-
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক জিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহমারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ স¤পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমতাজ দৌলতানা,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ সোহেল রানা তালুকদার, । অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক মুজিবনগর সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।