আগামী ৩ বছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে শাহরাস্তিতে মেডিকেল ক্যাম্প গঠন করে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদার ও টামটা উত্তর ইউ.পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মজুমদারের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. রতিন্দ্রনাথ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, ডা. নূরুল হুদা, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউ.পির প্যানেল চেয়ারম্যান মোঃ নজির আহমেদ, টামটা দক্ষিণ ইউ.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. মনির হাসান, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন মজুমদার, সহ-প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, ডা. মফিজুর রহমান মজুমদার প্রমুখ।
চিকিৎসা সেবা শেষে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টামটা উত্তর ইউ.পি চেয়ারম্যান হুমায়ুন কবির মুমদার। চিকিৎসা কেন্দ্রে প্যাথলজী বিভাগের সহযোগি ছিলেন নিউ মডার্ন ল্যাবের পরিচালক ভাস্কর চন্দ্র দাস।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদার জানান, দীর্ঘদিনের পরিকল্পনায় শাহরাস্তিতে গরীব ও দুঃস্থ রোগীদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয়। এ মেডিকেল ক্যাম্পে ১৫ জন মেডিকেল অফিসার ও ১০ জন কনসালটেন্টের মাধ্যমে ১ হাজার ১ শত ত্রিশ জন গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।