শাহরাস্তি (চাঁদপুর): সিলভার লাইন গ্রুপের প্রধান উপদেষ্টা, আনন্দ গ্রুপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) ও শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় আদর্শ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ মোশারফ হোসেনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ১শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) খামপাড় আদর্শ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী যুবকরা এ ইফতার সামগ্রী সুবিধাভোগী পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন।
জানা যায়, মরনঘাতি কোভিড-১৯ সংক্রমনের আশঙ্কায় ঘোষিত লকডাউনে কর্মহীন ও ঘরে অবস্থানরত অসহায়দের কথা চিন্তা করে খামপাড় আদর্শ কল্যাণ সংস্থার মাধ্যমে ওই গ্রামের সন্তান মোঃ মোশারফ হোসেন এই সহায়তা করেন।
সংস্থার সদস্যরা গ্রামের অসহায়দের ঘরে ঘরে খেজুর, ছোলা, চিনি, লবন, মুড়িসহ বিভিন্ন আইটেম প্যাক করে পৌঁছে দেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/