শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে লক্ষিপুর জেলার রামগঞ্জ থেকে ঢাকাগামী আল আরাফাহ সার্ভিসের যাত্রীবাহি বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-০৭৭০) ঘটনাস্থলে পৌছলে একটি পিকাপ ভ্যানকে অতিক্রম করাকালীন দূর্ঘটনায় পতিত হয়। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়। আহতরা হলেন, রামগঞ্জ উপজেলার নাজমা বেগম (৪৩), মিলি আক্তার (১৩), হাজিগঞ্জ উপজেলার আবদুল খালেক (৩২), মিজানুর রহমান (২৪), কহিনুর বেগম (২৮), বাকিদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আবু জাফর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর চালক ও সহযোগি পলাতক রয়েছে।
আহত বাস যাত্রী নাজমা বেগম জানান, আল আরাফাহ বাসটি দ্রুত সামনে থাকা একটি পিকাপ ভ্যানকে অতিক্রম করাকালীন বিপরীত দিক থেকে অন্য একটি বাস চলে আসে। পরবর্তীতে চালক গাড়িটি নিয়ন্ত্রণে আনতে সজোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। তিনি আরো জানান, চালকরা সব সময় একটু বেশি অমনযোগি হয়ে গাড়ি চালায়। তা না হলে দ্রুত পাল্লা দিয়ে গাড়ি চালানোর কারণে শত শত মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। কখনও কখনও নিষ্পাপ কিছু প্রাণ ঝড়ে যায় তাদের সামান্য ভুলের জন্য। এসব অপরিপক্ক চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন বলে দাবী জানান ভুক্তভোগীরা।