শাহরাস্তি প্রতিনিধিঃ-
চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতার চুরিকাঘাতে ছাত্রলীগ নেতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি উপজেলার জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত ছাত্রলীগ নেতাকে বাচাঁতে ফেসবুক সহ সামাজিক গনমাধ্যমে আলোচনার ঝড় বইছে। সহ-পাটি ও বন্ধু মহল সারা দিন বিভিন্ন সাহায্য সংগ্রহ করে তার চিকিৎসার জন্য প্রেরণ করছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার দেবকরা বাজারে দুই ব্যবসায়ী মোঃ হোসেন ও ফখরুল ইসলামের মধ্যে টাকা পাওনা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যার সমাধান করার লক্ষে গত ১১ এপ্রিল রাতে বৈঠকের আহবান করে বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়।বৈঠক বসার পূর্বে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন ছাত্রলীগ নেতা মানিক হোসেনকে চুরি দিয়ে আঘাত করে এতে মানিক গুরুতর আহত হয়ে পড়ে । তাৎক্ষনিক উত্তেজিত জনগন কামাল তার সহযোগিদের উপর হামলা করে তাদের গন ধোলাই দেয়। আহতদের রাতেই শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয় । এ সময় কর্তব্যরত চিকিৎসক মানিকের অবস্থার বেগতিক দেখে কুমিল্লা প্রেরণ করেন। মানিক স্বাস্থ্য কমপ্লেক্স শত শত মানুষের উপস্থিতিতে জানান তাকে কামাল চুরি দিয়ে আহত করেছে।এদিকে যুবলীগ নেতা কামাল হোসেন ও তার সহযোগী জামাল উদ্দিনকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে উত্তেজিত জনতা তাদের উপর ক্ষিপ্ত হয় । অবস্থার নিয়ন্ত্রণে আনতে না পেরে হাসপাতাল কতৃপক্ষ থানার সহায়তা কামনা করেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত প্রায় ১১ টায় মামলা হওয়ার ভয়ে কামাল ও জামাল হাসপাতাল ত্যাগ করে চলে যায়। জানা যায়, তারা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়।গত ১১ এপ্রিল রাত মানিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় । বর্তমানে সে একটি বেসরকারি হাসপাতালে আই.সি.ইউতে রয়েছে। অপর একটি সূত্রেজানা যায় দেবকরা গ্রামের ইব্রাহীম খলিলের দুবাই প্রবাসী ছেলে শরিফ হোসেন (২৮) মানিককে নিয়ে আসার সময় কামাল ও তার সহযোগীরা হামলা চালায় এতে মানিক ও শরিফ গুরুত্বর আহত হয় বর্তমানে শরিফ কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শরিফ হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, তার সাথে থাকা নগদ অর্থ চিনিয়ে নেওয়ার লক্ষে তারা হামলা করে।