প্রতিনিধি ঃ
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিজয়পুর ও কুরকামতা গ্রামে বিদ্যুতের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল রহমান খানের সভাপতিত্বে টেলি কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এসময় তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের ফলে অত্র এলাকার জীবন যাত্রার মান উন্নয়ন হবে। সরকার এ উন্নয়নের ধারা অব্যহত রাখবে। ইতিমধ্যে হাসপাতাল যাদবপুর সড়ক নিমার্ণ করা হয়েছে। যার ফলে জনগন উপজেলা সদরের সাথে অতিসহজেই যাতায়াত করতে পারবে। তিনি সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ডিজিএম পঙ্কজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ব্যাপারী, উপজেলা ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- মোঃ শরিফ আহমেদ, মোঃ ইকবাল হোসেন রিপন, মোঃ হোসাইন, মোঃ হাসান ও মোঃ আবু সাঈদ।