নিজস্ব প্রতিনিধি ==
দেশব্যাপী ১৮ দলীয় জোটের অবরোধের ২য় দিনে গতকাল শাহরাস্তি উপজেলার নাওড়া এলাকায় চাঁদপুর-লাকসাম রেল লাইনের ফিশপ্লেট খুলে ফেলায় আন্ত : নগর মেঘনা এক্সপ্রেস মেহের রেল স্টেশনে ২ ঘণ্টা আটকা পড়ে।
ঘটনা সূত্রে জানা যায়, রেলওয়ের ম্যাট তাজুল ইসলাম ভোরে লাইন চেক করতে গিয়ে নাওড়া এলাকায় ফিশপ্লেট খোলা অবস্থায় দেখতে পান। তিনি বিষয়টি ওয়াইম্যান বারেককে জানান। বারেক মেহের স্টেশনে খবর দিলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি মেহের স্টেশনে অবস্থান করে। মেহের স্টেশনের পোটার আবুল কালাম জানান, ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে স্টেশনে এসে পৌঁছায়। রেল লাইন মেরামত শেষে প্রায় ৮টার দিকে ট্রেনটি মেহের স্টেশন ছেড়ে যায়। তিনি আরও জানান, গত ৩০ নভেম্বর থেকে স্টেশন মাস্টার ছুটিতে রয়েছেন। তাই স্টেশনটি ক্লোজড্ করা হয়েছে। তিনি নিজে ও ফয়েজম্যান মোস্তফাসহ টিকেট বিক্রয় করেন।
এছাড়া গতকাল অবরোধের দ্বিতীয় দিনে শাহরাস্তিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলায় কোনো প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট, অফিস পাড়া খোলা থাকলেও জনগণের উপস্থিতি ছিলো অনেক কম। অবরোধের পক্ষে এদিন ১৮ দলীয় জোটের কোনো কর্মসূচি পালিত হয়নি।