শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তিতে মরনঘাতি করোনা ভাইরাসের(কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে মাঠে তৎপর রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
বুধবার (১৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে সংক্রমণ রোধকল্পে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।
জানা যায়, সারা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মহামারি করোনা সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে শাহরাস্তি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজার, জনসমাগমপূর্ণ এলাকা ও যান চলাচলকারী সড়ক সমূহ পর্যবেক্ষন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
এসময় অপ্রয়োজনে ঘর হতে বের হওয়া ও মাস্ক পরিধান না করা এবং সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বিনা প্রয়োজনে ঘর হতে বের হলে এবং মাস্কবিহীন কাউকে পেলেই ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সবার আগে নিজ ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য কেউ বিনা প্রয়োজনে ঘর হতে বের হবেন না। কোথাও বিনা প্রয়োজনে লোক সমাগম বা মাস্ক বিহীন কাউকে পেলেই ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/