মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ শাহরাস্তি উপজেলা শাখার আহবায়ক মোঃ নূরল আলমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব মজুমদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রী পরিষদের উপপরিচালক মোঃ শেখ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের অপারেশন ম্যানেজার মোঃ সোলেমান পাটোয়ারী, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দে। এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল কেজি স্কুলের প্রধান শিক্ষক আবদুল জলিল, অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় প্রতি বছরের ন্যায় ২০১৬ সালের শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩শত জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এর মাঝে ৩৪ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেন। আমরা আশা রাখি আগামীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরো বেশি অংশগ্রহন করবে। পাশাপাশি এ ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।