গত ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের খাসের বাড়িতে শ্যালক ও অন্যান্যদের কর্তৃক আপন ভগ্নিপতির উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ভগ্নিপতি রবিউল আলম (৩০) আহত হয়।
ঘটনার বিবরণে আহত মোঃ রবিউল জানায়, সে তার শশুর বাড়ির নিকটাত্মীয় হতে ঘর নির্মাণ বাবদ ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। উক্ত টাকা চাইতে গিয়ে সে প্রায় ১ বছর যাবৎ প্রতারণার শিকার হচ্ছে। এ নিয়ে শালিসী বৈঠক হলেও কোন লাভ হয়নি। অবশেষে আমার শালা মোঃ লিটন গত কোরবানি ঈদের আগের দিন টাকা পরিশোধ করবে বলে আমাকে জানায়। সে আলোকে ঈদের আগের দিন আমি টাকা চাইতে গেলে লিটন ও আমার নিকটাত্মীয় টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় টাকা চাইতে ওই এলাকায় যাই। পথিমধ্যে লিটনকে দেখতে পাই। তার নিকট পাওনা টাকার ব্যাপারে আলাপ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার হাতে থাকা লাইট দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি মারাত্মক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটে পড়ি।
এ সময় তার সহপাঠী সফিকুল ইসলাম, মোঃ হেলাল আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারে। আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। এ ব্যাপারে আমি শাহরাস্তি মডেল থানায় ৩ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার এ.এস.আই মোঃ মাসুম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ , ২৫ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।