মোঃ জামাল হোসেন ঃ
শাহ্রাস্তির বিভিন্ন সড়ক পরিদর্শণ ও বন্যা’র পানির সার্বিক পরিস্থিতি পরিদর্শণ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ১৪ আগষ্ট বিকালে তিনি উপজেলা থেকে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও পানির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করে খিলাবাজার হয়ে চিতোষী পূর্ব ও পশ্চিম, সূচীপাড়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও পানির সার্বিক পরিস্থিতি পরিদর্শণ করেন।
পরিদর্শণ শেষে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সড়ক ও পানির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ও জরুরী বৈঠকে মিলিত হন।
তিনি বন্যা’র পানির আগাম প্রস্তুতি হিসেবে উপজেলা কেন্দ্রিক তহবিল গঠন ও তাহার নিজস্ব তহবিল থেকে উক্ত তহবিলে অনুদানের ঘোষনা দেন। এ তহবিলে উপজেলার ধনাঢ্য ব্যক্তিদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, শাহ্রাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজোয়ানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ আশেকুর রহমান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, অখিল চন্দ্র দেবনাথ, ইউপি চেয়ারম্যান আবু হানিফ, ওমর ফারুক দর্জি, আবদুর রশিদ, উপজেলা আ’লীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুজ্জামান সেন্টু প্রমুখ।