শাহ্রাস্তি প্রতিনিধি ঃ
‘‘রক্ত দিন, জীবন বাঁচান’’ এ প্রতিপাদ্যে চাঁদপুরের শাহরাস্তিতে একঝাঁক তরুনের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ মহিবুল্লাহ’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, পৌর কাউন্সিলর বিকাশ মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, সোলেমান চৌধুরী নয়ন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুজ্জামান সেন্টু প্রমুখ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমরান হোসেন, সহ সভাপতি রিয়াদ হোসেন ও সাইফুদ্দিন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া অনুষ্ঠানে ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১ জুন ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে মাদক দূরীকরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসায় আর্থিক অনুদান, স্বেচ্ছাশ্রমে গ্রামীণ রাস্তা নির্মাণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন সহ জনসচেতনতা মূলক কার্যক্রম উল্লেখযোগ্য।
জানা যায়, ইফতার ও দোয়া অনুষ্ঠান পূর্বে ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় পরিবারের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।