শাহরাস্তি উপজেলায় সন্তানের লাঠির আঘাতে প্রাণ হারালো এক মা। উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের হাট পাড় মিয়াজী বাড়িতে ঘটে এ ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জুন দুপুর পোনে ১২টায় মিয়াজী বাড়ির আবদুল হাকিমের ছেলে ইসমাঈল হোসেন (৩৫) পুকুরে কাজ করার পর ঘরে এসে তার ¯্রীকে ভাত দিতে বলে ঐ সময় তার ¯্রীর সাথে তার কথা কটাকাটি হয়। এক পর্যায়ে ইসমাঈল তার ¯্রী আকলিমা বেগম (২২)কে লাঠি দিয়ে আঘাত করতে গেলে ঐ লাঠির আঘাত তার মা সুফিয়া বেগমের মাথায় পড়ে। সুফিয়া বেগমের অবস্থার অবনতি ঘটলে তাকে পরিবারের সদস্যরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়। কর্মরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেণ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া বেগম (৬০) গত ৩ জুন রাত সোয়া ৮টায় মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং-২০৪ তাং-৪/৬/২০১৭ খ্রিঃ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাবাগ থানার এসআই হরিচাঁদ হাজারী এবং ঢাকা মেডিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। গতকাল ৪ জুন সন্ধায় মরহুমার মৃতদেহ তার নিজ বাড়িতে আনা হলে শাহরাস্তি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় ঘাতক ইমলাঈলের ¯্রী আকলিমা বেগম উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বিবরণ দেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, উপ-পরিদর্শক সমীর চন্দ, উপ-পরিদর্শক বাছির আলম ও ইউপি সদস্য মোবারক হোসেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।