মোঃ জামাল হোসেন,
শাহরাস্তিতে সম্পত্তির বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে ৪জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। ওই ঘটনায় পুলিশ ৪ জন কে আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরন করেছে। সোমবার সকাল ৯টায় টামটা উত্তর ইউপি’র ইছাপুরা রাজাপুরা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কামরুজ্জামান জানায়, ওই দিন তাদের সঙ্গে ভূমি নিয়ে বিরোধকারি একই বাড়ির মোতালেবের পুত্র শাহ আলম গংরা সকাল ৯টায় তাঁর ফামের্সীতে হামলা চালায়। ওই সময় সে স্থানীয় কিছু লোকের সহায়তায় জীবন নিয়ে ওয়ারুক বাজার এলাকায় সরে পড়ে। দ্বিতীয় দফায় শাহ আলম গংরা এক দল লোক নিয়ে তাঁর বসত ঘরে হামলা চালিয়ে বসত ঘর ও আসবাবপত্র ভাংচুর করে। ঘরে রক্ষিত মাছ বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ১২আনি স্বর্ন লুটে নেয়। ওই সময় হামলাকারিদের তান্ডবে আমার বাবা ডাঃ খলিলুর রহমান(৭০), মা ফরিদা বেগম(৫৫) আহত হয়। তিনি আরো জানান, ২০১৬ সালে জানুয়ারী মাসে ৫৫ শতাংশ ভূমি নিয়ে আমি শাহ আলম গংদের বিরুদ্ধে চাঁদপুর কোটে একটি মামলা দায়ের করি। ওই থেকে সে আমাকে বিভিন্ন সময় শারীরিক মানষিক ভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। এরই ধারা বাহিকতায় সোমবার আমার দোকানে এবং বাড়িতে হামলা করে। এ সংর্ঘষের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ইছাপুরা গ্রামের মহিউদ্দিন শুভ (৩০), একই গ্রামের সাজিদ মাহমুদ সাদ্দাম এবং সুরসই গ্রামের জুয়েল ঘটনার স্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সরাতে গেলে শাহ আলমের লোকজন তাঁদের উপর ক্ষিপ্ত হয় এবং তাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত ৩ জনকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার দিন সন্ধ্যায় কামরুজ্জাম বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে রাতে বেলায় ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করে। আটকৃতরা হলেন, নাছির উদ্দিন আহম্মদ, স্বপন, আজাদ হোসেন ও আহাদ হোসেন।