শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে যে কোন সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আংশকা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় আনোয়ার হোসেন গং একটি অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় এলাকাবাসী ও দু’পক্ষের লোকজন জানায়, ৩৭৪ নং নিজমেহার মৌজার ৬৬৩ ও ৬৬৪ নং দাগে ভূমির প্রকৃত মালিক মোঃ ছায়েদুর রহমান মিয়াজী, পিতা-মৃত মফিজ উদ্দিন গত ২৪/০৯/২০০৯ ইং ৭ শতক সম্পত্তি কাজী আবদুল কুদ্দুছ, পিতা-মৃত আবদুল হালিম, সাং-শ্রীপুরের নিকট বিক্রয় করেন। কাজী আবদুল কুদ্দুছ উক্ত সম্পত্তি জমাখারিজ মূলে মালিক হইয়া ভোগদখল করেন। গত ২৭/০৬/২০১২ ইং কাজী আবদুল কুদ্দুছ আনোয়ার হোসেন গং কর্তৃক উক্ত ৭ শতক সম্পত্তি বিক্রয় করে দেন। আনোয়ার হোসেন গং উক্ত সম্পত্তি খরিদ করে জমাখারিজ মূলে সম্পত্তির উপর মাটি ভরাট করেন ও ভোগ দখল করেন। অথচ গত ১ সপ্তাহ যাবৎ তৃতীয় পক্ষ খোকন মিয়া, পিতা-আবদুল জব্বার, সাং-নাওপুরা, কচুয়া, মোঃ রুহুল কুদ্দুছ, পিতা-আবদুল খালেক, সাং-নিজমেহার অবৈধ ভাবে উক্ত সম্পত্তির উপর ইট বালু স্তুপ করিয়া রাতের আধারে ভবন নির্মাণের কাজ করে। উক্ত ঘটনায় দু’পক্ষের মধ্যে গত কয়েকদিন যাবৎ দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় আনোয়ার হোসেন গং বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে শান্তি শৃঙ্খলার লক্ষ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার নির্দেশ দেন এবং দু’পক্ষের সম্পত্তির কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন।