মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি ॥
চাঁদপুরের শাহরাস্তিতে ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে যৌতুক, বাল্য বিবাহ, মাদক, এইড ও দুর্নীতিকে না বলেছেন দেশের অন্যতম সাইকেল ক্রীড়াবিদ শারীরিক প্রতিবন্ধী মোঃ তাজুল ইসলাম (৫৭)। গতকাল বুধবার বিকেলে উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ ক্রীড়া নৈপূন্য দেখানো হয়। ক্রীড়া নৈপূন্যে তাজুল ইসলাম সাইকেল দাঁড় করে পিঠে শিশু নেওয়া, সাইকেলের হেন্ডেল মুখে কামড়িয়ে রাখা, সাইকেলে বাচ্চা নিয়ে সুরঙ্গ অতিক্রম করা, সাইকেলের উপর থেকে মাটি হতে মুখের মাধ্যমে টাকা তোলা, সাইকেল দিয়ে গরুর গাড়ী চালনা, সাইকেলকে চেয়ার-টেবিল বানিয়ে নাস্তা করা, সাইকেলকে পানির গ্লাসের উপর ভারসাম্য রক্ষা করা সহ ২৪টি খেলা প্রদর্শন করেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রতিটি খেলার ফাঁকে ফাঁকে যৌতুক, বাল্য বিবাহ, মাদক, এইড ও দুর্নীতিকে না বলে সচেতনতা মূলক বক্তব্য দেন ।
কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সঞ্চালনায় এতে কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূইয়া, উপাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির সহ শিক্ষক মন্ডলী, প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রতিবন্ধী সাইকেল ক্রীড়াবিদ মোঃ তাজুল ইসলাম জানান, তিনি লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর উপজেলার রাজীবপুর গ্রামের আব্দুল কাদের হাজী বাড়ীর মৃত মুকবুল আহমেদের ৬ষ্ঠ পুত্র। তিনি প্রায় ৩৫ বৎসর ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সাইকেল চালিয়ে এ ক্রীড়া নৈপূর্ণ প্রদর্শন করে আসছেন।