শাহরাস্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কাজী খোকন প্রকাশ সিস্টেম খোকনকে (৫০) আটক করা হয়েছে। শনিবার রাতে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, রোববার সকালে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে কাজী খোকন প্রকাশ সিস্টেম খোকনকে আটক করে। ওই সময় তার সাথে থাকা মাদকদ্রব্যসহ তাকে থানায় নিয়ে আসা হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে ২ বছরের কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ। পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে দুটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওইদিনই তাকে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, কাজী খোকন প্রকাশ সিস্টেম খোকন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে বেশ ক’বার পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করেছে। যার কারণে তার কিছু সঙ্গী (সোর্স) আমাদের অফিসারদের চিনে ফেলায় চাঁদপুরের পুলিশ সুপারের দিক নির্দেশনায় অভিনব কায়দায় জেলা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে অভিযানে তাকে আটক করা হয়।