মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে স্থগিতকৃত চিতোষী পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাদরা-কর্ণপাড়া ও রায়শ্রী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্ডিপুর কেন্দ্রে আগামী ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে দু’ইউপির ২টি গ্রামে উৎসবের আমেজ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচন উপলক্ষ্যে দু’ইউপিতে রিটানিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। চিতোষী পূর্ব ইউ.পিতে নির্বাচন উপলক্ষ্যে রিটানির্ং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও রায়শ্রী উত্তর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, আগামী ৩১ অক্টোবর দু’ইউপির দুটি কেন্দ্রে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শীঘ্রই দুটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে গণ বিজ্ঞপ্তি জারীর মাধ্যমে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, রায়শ্রী উত্তর ইউ.পিতে ৪র্থ দফায় গত ৭ মে শাহরাস্তি উপজেলার ৬টি ইউ.পিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩নং ওয়ার্ড চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী গোলযোগে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১ শত ১০ জন। এছাড়া ওই দিন চিতোষী পূর্ব ইউপির ৮নং ওয়ার্ডের কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী গোলযোগে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬ শত ৯৯ জন।
রায়শ্রী উত্তর ইউ.পিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম পাটওয়ারী লিটন ৯ শত ৭১ ভোটে এগিয়ে রয়েছেন এবং চিতোষী পূর্ব ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আবু ইউসুফ পাটওয়ারী ৩ শত ৫২ ভোটে এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, শাহরাস্তির ১০টি ইউনিয়নের মধ্যে ৪র্থ দফায় ৭ মে ৬টি ইউনিয়ন ও ৬ষ্ঠ দফায় ৪ জুন ৪ টি ইউপির নির্বাচন সম্পন্ন হয়।