
শাহরাস্তি প্রতিনিধিঃ
‘টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল বেতন স্কেল চাই’ শ্লোগান নিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে পদমর্যাদাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ১ জানুয়ারি সকাল হতে কর্ম বিরতি পালন করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দ। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্ম বিরতি পালিত হয়।
জানা যায়, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করা হয়। ঘোষিত দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারীবৃন্দ। কর্মসূচিতে অংশ নেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দাবী আদায় কমিটির আহবায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, সদস্য সচিব মোঃ আঃ মতিন, সম্মানিত সদস্য মাহফুজা আক্তার, রুহুল আমিন, আলমগীর হোসেন, কামরুন নাহার, মরিয়ম বেগম, জান্নাতুল ফেরদাউস, সাখাওয়াত হোসেন, কোহিনুর আক্তার, মোঃ ইমরান হোসেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন, মোঃ হানিফ শেখ প্রমুখ।
