প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার ওয়ারুক রাঢ়া আনোয়ার গাজী বাড়ি এলাকায় যাত্রীবাহী বাস তিশা পরিবহন খালে পড়ে নারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিন উদ্দিন জানান, দুর্ঘটনার পর শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনা কবলিত আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের ওয়ারুক বাজার মেডিল্যাব ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত যাত্রীদের বরাতে জানা যায়, বাসটি হাজীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
আহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার হাটিলা গ্রামের মৃত ইসহাক মিয়ার স্ত্রী ফজিলাতুন নেছা (৫৫), দিগচাইল গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ আব্দুল বাতেন (২৫), রাসেল সর্দার (২৮) পিতা মোঃ মনির হোসেন, মকিমাবাদ গ্রামের মূতুর্জার পুত্র মোঃ আসলাম (৪৫), লোদেরগাঁও গ্রামের শহীদুল্লাহর পুত্র মোঃ সোহেল রানা (২৮) ও শ্রীপুর গ্রামের খোকনের পুত্র মোঃ কাইয়ুম। অন্যদের পরিচয় জানা যায় নি।