শাহরাস্তি সংবাদদাতা: শাহরাস্তিতে হেফাজতে ইসলাম আহুত হরতালে সাড়া মিলেনি। রোববার (২৮ মার্চ) বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতালকে ঘিরে যেকোন নাশকতা ঠেকাতে পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়।
বেলা দেড়টায় উপজেলার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) বাসস্টপেজে গিয়ে দেখা যায়, হরতালে অপ্রীতিকর পরিস্থিতির আশংকায় চাঁদপুর হতে ঢাকা অভিমুখী বাসগুলোর কাউন্টার বন্ধ রয়েছে। স্বল্প পাল্লার যাত্রীরা সিএনজি চালিত অটো যোগে যাতায়াত করছে। চাঁদপুর হতে কুমিল্লা অভিমুখী বোগদাদ সার্ভিস ও ঢাকা হতে চাঁদপুর অভিমুখী পদ্মা এক্সপ্রেসের বাস ছেড়ে এসেছে। মালবাহী কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল ছিল স্বাভাবিক।
দুপুর ২ টা পর্যন্ত হরতালের পক্ষে বা বিপক্ষে কাউকে মাঠে নামতে দেখা যায়নি। গোটা উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শাহরাস্তি উপজেলায় হরতালের কোন প্রভাব নেই ও যান চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, হরতালে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে। কেউ মাঠে নামলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/