প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৯ নং পশ্চিম চিতোষী ইউনিয়নের আয়নাতলী বাজারে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিদুতের শর্ট সার্কিট থেকে বুধবার দিবাগত ১ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো-মুনা ফার্মেসী, অঙ্গসাজ টেইলার্স, তামিম টেইলাস, ভাই ভাই ইলেকট্রনিকস, সুমন হার্ডওয়ার, ভাই ভাই হোটেল,বিসমিল্লাহ ষ্টোর, জাহানারা ষ্টোর, ওয়ার্কসপসহ আরো ৩টি দোকান।
প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক কামরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস ও এলাবাসীর ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১২ টি দোকানে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শাহরাস্তি ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র সৈকত বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আর একটির আংশিক পুড়েছে। আয়নাতলী বাজারের মুনা ফার্মেসী থেকে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।