প্রতিনিধি
শাহরাস্তিতে ১৮ কেজি গাঁজাসহ ইউসুফ (৩০) নামের এক মাদক বহনকারীকে আটক করেছে থানা পুলিশ। গত ১২ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৯ টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক মেহের স্টেশন এলাকা থেকে সন্দেহ জনক চলাফেরা করা অবস্থায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় শাহরাস্তি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মান্নান ও কামাল উদ্দিন তাকে তল্লাশি করে অভিনব কায়দায় পাটিতে মোড়ানো ও ঢালায় ভরা ১৮ কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। এসময় সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা আনসার কমান্ডার আব্দুস ছাত্তার।
আটককৃত ইউসুফ ব্রাহ্মন বাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের মৃত আব্দুর রবের পুত্র। মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।আজ ১৩ ডিসেম্বর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।