শাহরাস্তি সংবাদদাতা: ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে ২ দিন ব্যাপী শুরু হওয়া উন্নয়ন মেলা রোববার (২৮ মার্চ) মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইতি টেনেছে।
২ দিন ব্যপী উন্নয়ন মেলার প্রথম দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে একটি র্যালী বের করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।
ওইদিন মেলামাঠে স্থাপিত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা, উপজেলা প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।
রোববার বিকেলে আনুষ্ঠানিক ভাবে মেলার সমাপনীতে বিভিন্ন স্টল, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন দফতরের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন দফতরের ৩৪ টি স্টল স্থান পেয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/