মোঃ জামাল হোসেনঃ
“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুভ উদ্ভোধন করা হয়েছে। ২৩ জুলাই রবিবার বিকেলে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌর মেয়র ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহমেদ, মৎস কর্মকর্তা উম্মে হাবিবা মুমু, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জি. মোহাম্মদ আশেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহছান উল্যাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান, প্রমুখ। ২৩ জুলাই থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা চলবে।