মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে ৩ দিন ব্যাপী উপজেলা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি সম্পন্ন হয়। শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানুর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ হাবিব আহসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মদ, একটি বাড়ী, একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ সোলয়মান, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, ডা. মফিজুর রহমান মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিশদ দিক উল্লেখ করে বক্তব্য রাখেন। উপজেলা উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ১৫ টি স্টল অংশ নিয়েছে।
মেলায় অংশ গ্রহণকারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।