প্রতিনিধি
শাহরাস্তিতে চাঁদপুর ডিবি পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার উয়ারুক বাজার সংলগ্ন এলাকা থেকে সিএনজি স্কুটারে তল্লাশি চালিয়ে এদের আটক করা হয়।
চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উয়ারুক বাজার সংলগ্ন এলাকায় সিএনজি স্কুটারে (চাঁদপুর-থ-১১-২৬০০) তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজা ব্যবসায়ী শাহ্রাস্তির করবা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র ইব্রাহিম খলিল (৪৫) ও বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগমকে (৩৮) ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহ্রাস্তি মডেল থানায় একটি মামলা হয়েছে। যার নং-০৩, তাং-০৭/১২/২০১৪ খ্রিঃ। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।