আফাজ উদ্দিন মানিকঃ শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে প্রায় ৬ লক্ষাধীক টাকার মালামাল ও দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, গত শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার সময় কাকৈরতলা বাজারে ১টি টিনশেড বিল্ডিংয়ে আগুনলেগে ৪টি দোকান পুড়ে প্রায় ৬ লক্ষাধীক টাকার মালামাল ও দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রত্যক্ষর্দশী বাজারের নাইটগার্ড মোঃ মোস্তফা জানান,ফজরের আজানের একটু আগে চট্রগ্রাম থেকে আসা একটি বাস থেকে যাত্রী নামার পর হঠাৎ নজর পড়ে রাস্তার উত্তর পাশের দোকানের দিকে। দোকানের ভিতর থেকে আগুনের স্ফুলিং বের হতে দেখে ডাক-চিৎকারে বাজারের লোকজন জড়োহতে থাকে এবং ্ফায়ার সার্ভিস অফিসে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুননিভাতে সক্ষম হয়। এই সময়ের মধ্যে ৪টি দোকান পুড়ে গেছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত মের্সাস মা টেলিকম সেন্টার এন্ড ইলেক্ট্রিক ওর্য়াক’স এর স্বত্বাধীকারী মোঃ মহীউদ্দিন জানায়,বাজারের নাইটগার্ড তাকে ফোন করে ঘটনাটি জানায় এবং দ্রুত গতিতে বাজারে এসে সবার উপস্থিতিতে দোকানের সাটার খুলতে গিয়ে দেখে দোকানের সাটারে ঝুলানো তালা নেই। সাটার খুলে দেখে তার দোকানে থাকা কম্পিউটারের সিপিও,মনিটরও অন্যান্য যন্ত্রাংশের পুড়ে যাওয়া অবশিষ্টাংশ ও নাই। যা দেখে অনুভব হয়,চোর-চক্র দোকানে চুরি করে যাওয়ার সময় আগুন লাগিয়ে দিয়ে গেছে। যে মালামাল পুড়েছে সেগুলো হলোঃ ফ্রিজ ৪টি, ছোট বড় মটর প্রায় ২০টি,ফ্যানের মটর ৩৫/৪০টি,মোবাইল সেট ২০টি সহ প্রচুর পরিমান ইলেক্ট্রিক মালামাল। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষাধীক টাকা। শাহরাস্তি একতা প্রপাটিজের অফিসের যে মালামাল পুড়েছে সে গুলো হলোঃ ফার্র্নিচার প্রায় ৫০ হাজার টাকা,মটর সাইকেলের আংশিক, প্রয়োজনীয় কাগজপত্র। কুসুম মুদি ষ্টোরের স্বত্বাধীকারী মোঃ ইউনুস মজুমদার জানায়,পুড়ে এবং পানিতে ভিজে প্রায় ১ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহজালাল মুদি দোকানের স্বত্বাধীকারী মোঃ শাহজালাল জানায়,তার দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং কাকৈরতলা বাজার কমিটির সহ-সভাপতি প্রার্থী মোঃ ইউনুস মিয়া জানান, অবস্থার প্রেক্ষিতে বুঝা যায়, দোকানে চুরি করার পর আগুন লাগিয়ে ৪টি দোকানঘর সহ প্রায় ৬ লক্ষাধীক টাকার ক্ষতি কোন ভাবেই মেনে নেয়া যায় না।যে এত বড় ক্ষতিসাধন করেছে তা জঘন্য অপরাধ। আমরা সুষ্ঠ তদন্ত পূর্বক এর বিচার দাবী করছি ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।