প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা গ্রামে সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। মার্কেট নির্মাণের কারণে সরকারি রাস্তা ও জনগণের চলাচলের ভোগান্তি হচ্ছে। এলাকাবাসী জানান, সরকারি সম্পত্তি দখল করে মার্কেট ও সীমানা প্রাচীর তৈরী করায় ফসলের মাঠ থেকে কৃষকরা তাদের ফসল বাড়ীতে তুলতে ভোগান্তির শিকার হচ্ছে। জানা যায়, এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে অভিযোগ করা হলে উভয় পক্ষের শুনানীর পর উক্ত দখল করা সম্পত্তি ১নং সরকারি খাস খতিয়ানভূক্ত হিসেবে চিহ্নিত হয়। যার দাগ নং-৩৮৭ (খিলা মৌজা)।
এরপর দখলকারীরা গত ৫ জানুয়ারী অঙ্গীকার করেন যে, ১৩ জানুয়ারির মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিবেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এরপর উপজেলা ভূমি অফিসে এ ব্যাপারে যোগাযোগ করে জানা যায়, ইতিমধ্যে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারী শাহরাস্তি থানাকে অবহিত করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে দখলকারীরা স্থাপনা সরিয়ে না নিলে উক্ত স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। দখলকারীদের মাঝে সরকারি সম্পত্তির পরিমাণ, নূরুজ্জামান ৩৩ শতক, আঃ আলী .০৬৮৪ একর, সৈয়দ আহম্মদ .২২৯৫ একর, সামছুন নাহার .৩৬৪০ একর, আঃ ছাত্তার .৭৫৭০ একর, আলী আক্কাছ .০৯৭৩ একর, আঃ রফিক .০১৫৬ একর, আঃ ছাত্তার .০২০২ একর, জসিম উদ্দিন .০৩৬২ একর, হারুন-অর-রশিদ .৩০০০ একর।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।