শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির উঘারিয়া ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চিতোষী (পঃ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, প্রবীন রাজনীতিবিদ মোঃ আনোয়ার হোসেনের কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম, কবর জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুলখানিতে উপস্থিত ছিলেন, শাহরাস্তির কৃতি সন্তান হ্যামস্ গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েসনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জি. সফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক ফজলুল হক, সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. নুরজাহান মুক্তা, ঢাকা কলাবাগান ক্লাবের সভাপতি ফিরোজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, শাহরাস্তির পৌর মেয়র হাজী আবদুল লতিফ, হাজীগঞ্জ পৌর মেয়র মাহবুবুল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, জেলা পরিষদে সদস্য মোঃ হুমায়ুন কবির মজুমদার, তুহিন খান, সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, মোঃ বিল্লাল হোসেন তুষার, আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল করিম মিন্টু, কুমিল্লা জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সহ-সভাপতি মোঃ আবদুল করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, টামটা দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক, মেহের (উঃ) ইউপির চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন, মিজান বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শিপন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ আহমেদ পাটোয়ারী, ডাঃ ফিরোজ, ইঞ্জি. ফারুক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন সহ দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন দৈয়ারা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু নোমান। উল্লেখ্য মরহুম আনোয়ার মাষ্টার গত ২৬জুন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শাহরাস্তি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।