মোঃ জামাল হোসেন ঃ শাহরাস্তি পৌর শহরের ৩নং ওয়ার্ডের পূর্ব সুয়াপাড়া বেপারী বাড়িতে গত সোমবার গভীর রাতে অগ্নিকান্ডে দুটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যাহ ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেন। বিকাল ৪টায় স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পৌর মেয়রের সহযোগীতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও আসবাবপত্র প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর কাউন্সিলর মোঃ মুকবুল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জসিম উদ্দিন। পৌর মেয়রের বক্তব্যে বলেন, শাহরাস্তির জনগনের সকল বিপদের সব সময় কাছে ছিলাম, আগামীতেও থাকবো। এমপি মহোদয়ের এ আসনের জনগণের প্রতি সু-দৃষ্টি রয়েছে। যখনই কোন মানুষের বিপদে সম্মুখীন হয়, তখনই তিনি তাহাদের খোঁজ-খবর ও পাশে থাকেন। আপনার সকলেই এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।