মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তির টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাকির হোসেন পাটওয়ারী। সহকারী শিক্ষক এইচ.এম বদিউজ্জমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আব্দুল করিম পাটওয়ারী, অভিভাবক সদস্য শাহ মোহাম্মদ আলী, মোঃ কামরুজ্জামান পাটওয়ারী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন মজুমদার, অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন আবদুর রহিম সিকদার ও ফাতেমা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।