নিজস্ব প্রতিনিধি-
গতকাল সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার দোপল্লা বাজার ও তৎসংলগ্ন এলাকায় ফের সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির কমপক্ষে ১৫জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আওয়ামী লীগের মিছিলে বিএনপির কর্মীদের বাধা প্রদানে এ ঘটনা ঘটে। এর আগে গত রোববার সন্ধ্যায় বিএনপির কর্মীরা বাজারে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি বিএনপি সমর্থিত আহত কর্মীরা হলেন : দোপল্লা এলাকার বিল্লালের ছেলে রহমান (২৪), এনায়েতপুর এলাকার আঃ রবের ছেলে শরীফ (২২), মিন্নত আলীর ছেলে জামাল হোসেন (৩৫), আলাউদ্দিনের ছেলে বিল্লাল (২৫), শহীদুল্লাহর ছেলে মঈন (২০), ফজলুল হকের ছেলে ইউসুফ (২৫) ও রাজাপুর এলাকার হাদীর ছেলে শরীফ (১৮)। আওয়ামী লীগ সমর্থিত আহতরা শাহরাস্তির বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে।
জানা যায়, ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন সন্ধ্যায় দোপল্লা বাজারে তাণ্ডব চালায় বিএনপির কর্মী-সমর্থকরা। এ সময় বিএনপির কর্মীরা বাজারস্থ আওয়ামী লীগ সমর্থিত লোকদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। পরে শাহরাস্তি ও হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে লুটপাটকারীরা সটকে পরে। এ ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা গতকাল সোমবার সন্ধ্যার কিছু আগে দোপল্লা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিলে বিএনপি বাধা দেয়। আর তা থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে হাজীগঞ্জ ও শাহরাস্তি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও উভয় দলের কমপক্ষরে ১৪-১৫জন কর্মী সমর্থক আহত হয়।