মোঃ জামাল হোসেন:
শাহরাস্তির নরিংপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুচীপাড়া দক্ষিণ ইউনিয়নে নরিংপুর মাইজ পাড়া যুবসমাজ কর্তৃক আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই শক্তিশালী দল অংশ গ্রহন করেন। এতে খেড়িহর একাদশ বনাম অষ্টগ্রাম একাদশ অংশ নেয়। নির্ধারিত সময় উভয় দলের স্কোর সমান থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খেড়িহর একাদশ কে হারিয়ে অষ্টগ্রাম একাদশ চেম্পিয়্যান হওয়ার গৌরব অজর্ন করেন। উক্ত খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা মোঃ মাহতাব উদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকামতা গ্রামের কৃতি সন্তান ও নরিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইঁয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ছাত্রলীগ নেতা মোঃ হোসাইন বাবু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রিড়ামুদি ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ । ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।