প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের যোগদান করার ঘটনা কেন্দ্র করে তুলকামাল কান্ড ঘটেছে এতে বহিরাগতরা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন কে আহত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটণার পর বলশীদ এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। শিক্ষার্থীরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায় , গত ১৮ অক্টোবর ২০১৫ ইং শিক্ষার্থীদের সাথে অনৈতিক কাজের অভিযোগে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক অখিল চন্ত্র দেবনাথকে সাময়িক বরখাস্ত করে। এর পর গত কিছু দিন পূর্বে অখিল চন্দ্র দেবনাথ বোর্ড থেকে স্কুলে প্রধান শিক্ষক পদে যোগদানের সম্মতি পত্র নিয়ে আসেন । গত ২১ জুলাই তিনি কমিটির সিদ্ধান্ত মতে গতকাল ৩১ জুলাই বেলা ১১ টায় ৫০ মিনিটে তিনি যোগদানের উদ্দেশ্যে বিদ্যালয় প্রবেশ করেন। তার যোগদানের সংবাদ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুম থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলা অবস্থায় ১৫-২০ জন বহিরাগত যুবক স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এরপর তারা শিক্ষকদের কক্ষে গিয়ে শিক্ষকদের বেদম মারধর করে । এতে আহত হন ধর্মীয় শিক্ষক মাওঃ ছালাউদ্দিন , সহকারি শিক্ষক মোঃ নুরন্নবী , সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন , মোঃ রুহুল আমিন ও হরি কমল দাস। আহত শিক্ষার্থীরা হলেন , ৮ম শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তার , তামান্না আক্তার নবম শ্রেণী , নুসরাত জাহান ৯ম শ্রেণী , আসমা বেলাল বিথি ৯ম শ্রেণী , নুসরাত জাহান ৯ম শ্রেণী , আকলিমা আক্তার ১০ম শ্রেণী , মাজহারুল ইসলাম ১০ম শ্রেণী , সানজিদা সুলতানা ৯ম শ্রেণী , এতে অভিবাবক মোঃ আবু মিয়া (৫৮) আহত হন। হামলার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ বলশিদে ছুটে যান এরপর তার গাড়ী দিয়ে আহতদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল ছুটি ঘোষণা করা হয়। নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আতংকগ্রস্থ শিক্ষার্থীরা অজ্ঞান হতে শুরু করে।
আহত শিক্ষক নুরুন্নবী জানান, প্রধান শিক্ষক যোগদানের জন্য স্কুলে আসেন এর দু’এক মিনিটের মধ্যে শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভ করে । অখিল স্যার তখন আমর সাথে বসা ছিলেন , তিনি মোবাইল ফোনে কাকে যেন বলেন, আমি তো এসেছি তোরা কই ? এর পরেই বহিরাগতরা এসে হামলা চালায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, হামলাকারীরা প্রধান শিক্ষকের লোক , তিনিই এ হামলা চালিয়েছেন। বহিরাগতরা শিক্ষকদের উপর হামলায় অখিল চন্দ্র দেবনাথ শিক্ষকদের সাথে ছিলেন, এলাকা বাসির প্রশ্ন ৫ জন শিক্ষক আহত হলেও তিনি সুস্থ শরীলে বিদ্যালয় ত্যাগ করে কি ভাবে চলে যান? প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে হামলা কারীরা সবাই পাটওয়ারী বাড়ির । মোবাইলে ভিডিওর মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে। তারা হলেন , ফখরুল ইসলামের পুত্র মাঈনুদ্দিন ননাই (২৪) , আবু তাহেরের পুত্র পাভেল (২৫) , নাজির হোসেনের পুত্র নয়ন (২৪), আলমের পুত্র জিলানী (২৫) , মৃতঃ জসিম উদ্দিনের পুত্র শান্ত (২৪) , সফিউল্লাহর পুত্র শরিফ (৩০) , আলমের পুত্র কাউছার (২১) , বাবুলের পুত্র হৃদয় (২৪) ।
ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, এ হামলায় পিছনে বলশীদ গ্রামের পাটওয়ারী বাড়ির দিদার হোসেন পাটওয়ারী ও জাকির হোসেন লালুর ইন্দন রয়েছে। তারা প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে বহিরাগতদের দিয়ে স্কুলে হামলা চালিয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ জানান, বিদ্যালয়ে এ ধরনের কর্মকান্ড দুংখ জনক । যথাযথ তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহতরা বর্তমানে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গোপন সূত্রে জানা যায় , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ জটিলতা চলছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। স্কুল শিক্ষার্থীরা প্রধান শিক্ষককের অপসারণনের দাবী জানিয়ে আসছে। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে। যে কোন সময় অপ্রতিকর পরিস্থিতি ঘটার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।