প্রতিনিধি
শাহরাস্তির কুখ্যাত মাদক সম্রাট কাজী খোকন প্রকাশ সিেেষ্টম খোকনকে ২বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমার আদালত। আজ বুধবার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদ এ দন্ডাদেশ দেন।
পুলিশ জানায়, , মাদক স¤্রাট কাজী খোকন (৪৫) ওরফে সিষ্টেম খোকনের বিরুদ্ধে ৫টি মাদক মামলা ২টি হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। মামলা গুলো হচ্ছে শাহরাস্তি মডেল থানার মামলা নং-১৫, তাং-২৪/১০/২০১৪ ইং, মামলা নং-০৬, তাং-২২/০৬/২০১৫ ইং, মামলা নং-১৪, তাং-২৩/১০/২০১৪ ইং, মামলা নং-০১, তাং-০১/০৮/২০১২ ইং। দীর্ঘদিন যাবত মাদক স¤্রাট খোকনকে পুলিশ খুঁজছিল। বুধবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক এসআই আবদুল মান্নান, এসআই নিজাম উদ্দিন, এসআই কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাকে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদ জানান, কাজী খোকন একজন মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে মাদক মামলায় আটক আসামিদের স্বীকারোক্তিতে তার নাম বেরিয়ে এসেছে। পূর্বেও তাকে ভ্রাম্যমান আদালতে দন্ডাদেশ দেয়া হয়েছিল। এ মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দোষী সাব্যস্ত করে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
দন্ডাদেশ প্রাপ্ত খোকন শাহরাস্তি পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কাজী বাড়ির মৃত কাজী আবদুল হকের পুত্র।