মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি সংবাদদাতা ॥
শাহরাস্তির বীর মুক্তিযোদ্ধা নায়েক আবদুস ছালাম (৬৫) গত বুধবার রাত ১০ টায় শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজিরকামতা নতুন বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ২ মেয়ে, ৪ ছেলে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও তাঁর জন্মস্থান হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে জগন্নাথপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শন (এস.আই) নিজাম উদ্দিন, সহ সঙ্গীয় ফোর্স রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন।