শাহরাস্তি ব্যুরো ঃ
শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে সরকারের সাফল্য ও ভাবনা বিষয়ে অবহিতকরণ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সরকারের সাফল্য ও ভাবনা বিষয়ে অবহিতকরণ ভিডিও কনফারেন্স ও চলচিত্র প্রদর্শণ করা হয়। কেশরাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মঞ্জুর হোসেন সুমনের উপস্থাপনায় অবহিত করণ সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় অফিসের অডিট অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক দেবাশীষ রায়, এসময় উপস্থিত ছিলেন মোঃ ছানা উল্যাহ পাটওয়ারী, মোঃ ইউনুছ ও ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী অভিভাবক। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্ন্যয়ন ভাবনায় তুলেধরে স্বাগত বক্তব্য দেন। জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক। এলাকা বাসির বক্তব্য রাখেন মোঃ জামাল উদ্দীন, জাহানারা বেগম ও মনোয়ারা বেগম। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের মিডিকেল অফিসার ডাঃ মোঃ ছালা উদ্দীন এলাকার কয়েকজন রোগীকে চিকিৎসা প্রদান করেছেন।
অনুষ্ঠান শেষে একই ইউনিয়নের জালাল উদ্দীন জমাদ্দার বাড়িতে উক্ত বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।