মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের হাকামতা গ্রামে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় হাকামতা গ্রামে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি। এ সময় প্রধান অতিথি হাকামতা গ্রামবাসীকে টেলিফোনের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে সূচীপাড়া দক্ষিণ ইউ.পি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মোঃ নজরুর ইসলাম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল ম্যানেজার মোঃ ফখরুদ্দিন, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, শাহরাস্তি পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, শাহরাস্তি পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মহিন উদ্দিন, হাকামতা গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নেছার আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ জমাদ্দার, মোঃ একরামুল হক, হাবিবুর রহমান মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন ক্বারী মোঃ জয়নাল আবেদীন। হাকামতা গ্রামের ৭৩টি পরিবারের মাঝে এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদ্যুৎ উন্নয়নে সরকারের বিভিন্ন যোগোপযুগী দিক উল্লেখ করেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন সফল ও সার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।