প্রতিনিধি ঃ
প্রতিনিয়ত সমাজে নানা অপরাধ সংগঠিত হচ্ছে। কিন্তু সকল অপরাধের মূল স্তম্ভ হলো মাদক। যে পর্যন্ত মাদককে প্রতিহত করা না হবে-সে পর্যন্ত সমাজে অন্যান্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। আর এ জন্য প্রয়োজন স্থানীয় লোকবলের সার্বিক সহযোগিতা। গত ১১ মার্চ শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অপরাধ দমনে আইন শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভার প্রধান অতিথি এডিশনাল এসপি মোহাম্মদ আশরাফুজ্জামান এ কথা গুলো বলেন।
ইউনিয়ন কমিউনিটি পুলিশং কমিটির আয়োজনে ও ৩নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে রায়শ্রী উত্তরকে মাদক মুক্ত ইউনিয়ন ঘোষনা করেন। এছাড়া তিনি ইভটিজিং, বাল্য বিয়ে, নারী নির্যাতনসহ সকল অসামাজিক কাজে লিপ্তদের হুশিয়ার করে বলেন, যারা এ ধরনের কাজের সাথে জড়িত থাকবে এবং স্বাক্ষ্য-প্রমাণে প্রতীয়মান হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ও এ ব্যাপারে স্থানীয় লোকজনকে নাম না প্রকাশের স্বর্তে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ইউনিয়ন কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন, অন্যান্য ইউনিয়নের তুলনায় আমাদের এ ইউনিয়নে অপরাধের মাত্রা কম হলেও মাঝে মধ্যে ঘটে যাওয়া ঘটনা গুলো প্রতিরোধ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দায়সারা ভূমিকা আমাদের প্রশ্নবিদ্ধ করে। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কু-চক্রী মহল বিভিন্ন ভাবে অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে গ্রামবাসিকে অনুরোধ জানান তিনি।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ মীর হোসেনের সঞ্চালনায় আরও বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন। এ ছাড়া বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ দিলদার আজাদ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউদ্দিন পাটোয়ারী টিপু, রাজাপুর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আহসান উল্যাহ, সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ শরীফ উদ্দিন রাসেল, কমিউনিটি পুলিশিং ওয়ার্ড কমিটির সদস্য মোঃ মনির চৌধুরী, ইযাকুব আলী, নূরে আলম প্রমুখ। এছাড়াও কমিউিনিটি পুলিশিং কমিটির বিভিন্ন ওয়ার্ডের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।