শাহরাস্তি: শাহরাস্তি উপজেলার উয়ারুক রেল স্টেশন এলাকায় শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে বিল্লাল হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ডুসুয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারাপারের সময় লাকসাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লোকাল ট্রেনের নিচে কাটা পরে বিল্লাল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরের হস্তক্ষেপে লাশ পবিবারের কাছে হস্তান্তর করা হয়। শাহরাস্তি থানার উপ-পরিদর্শক শ্যামল বাবু ও চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল মাতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।