শাহরাস্তি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহরাস্তি উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার (১মার্চ) উপজেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটির আহবায়ক এ বি এম পলাশ ও সদস্য সচিব আসগর হোসেন মিয়াজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম এবং সংগঠনকে গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যপী কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলা শাখার শাহরাস্তি উপজেলা শাখার অধীনস্থ সকল ইউনিয়ন ছাত্রদল, ওয়ার্ড ছাত্রদল ও কলেজ ছাত্রদলের কমিটি ১মার্চ তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে অতি দ্রুত তৃণমূল নেতাকর্মীদের মতামতের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সকলকে তথ্য ফরম সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।