ভোটার তালিকা হালনাগাদ দলীয় কোন নেতাকর্মী যেন ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ না যায় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে
–——- মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তি ব্যুরোঃ শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সদস্য সংগ্রহ নবায়ন ও ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেল ৪টায় শাহরাস্তি পৌর মেয়রের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। আমাদের দলীয় কোন নেতাকর্মী যেন ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ না যায়, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন ১টি পৌরসভার আওয়ামীলীগের সদস্য সংগ্রহ নবায়নের জন্য পৌরসভার ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য দলীয় সভাপতি/সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, সেক্ষেত্রে সদস্য সংগ্রহের দিক থেকে আমরাই এগিয়ে থাকব। সেই দিকে লক্ষ নিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম করতে হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম. আনোয়ার, পৌর আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক নুর মোঃ মোল্লা, যুগ্ম-সমন্বয়ক আবদুল মান্নান বেপারী, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ সফিকুর রহমান মজুমদার, পৌর আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয়ক কমিটির নেতা মোঃ আঃ গফুর, পৌর যুবলীগ নেতা আলমগীর হায়দারসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয়ক কমিটির নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।