২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরীহ বাঙ্গালীদের উপর হামলা চালিয়ে বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখতে চেয়েছিল
——–উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
মোঃ জামাল হোসেন ঃ শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণহত্যা দিবসে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শনিবার বিকাল ৩টায় মেহার কালীবাড়ী মাঠ থেকে বর্ণাঢ্য শোক র্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় শোক র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী। আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরীহ বাঙ্গালীদের উপর হামলা চালিয়ে বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখতে চেয়েছিল। তারা মুক্তিযোদ্ধাদের দমিয়ে রাখার জন্য এ হামলা চালিয়েছিল। কিন্তু আমাদের বাঙ্গালী জাতি ও মুক্তিযোদ্ধারা তা কঠিন ভাবে প্রতিহত করেছে। আলোচনা সভা ও শোক র্যালীতে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন আবদুল মান্নান বিএসসি, মহসিন মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সহ-সম্পাদক খোকন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানার ইমাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পৌর উন্নয়ন কমিটির যুগ্ম-সম্পাদক আবদুল মান্নান বেপারী, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, পৌর যুবলীগের আহবায়ক শাহ্ এনামুল হক কমল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি কামাল হোসেন, ছাত্রলীগের ইসকান্দর মিয়া সুমন প্রমুখ।