শাহরাস্তি ব্যুরো ঃ
বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায়কে ঘিরে যৌথ সভা করেছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে ঠাকুর বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহরাস্তি উপজেলা ও পৌর আওয়ামী লীগ ছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, টামটা দক্ষিণ ইউপি আওয়ামী লীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা উত্তর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, মেহের উত্তর ইউপি সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, মেহের দক্ষিণ ইউপি সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউপি সভাপতি মোঃ মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, রায়শ্রী দক্ষিণ ইউপি সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক, চিতোষী পূর্ব ইউপি সভাপতি মোঃ আবুল হোসেন, চিতোষী পশ্চিম ইউপি ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম শোয়েব দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবীর, পৌর যুবলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম বাবুল, যুগ্ম আহবায়ক তুষার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন জনি, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা তাঁতী লীগ সভাপতি ইব্রাহিম খলিল, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম মজুমদার সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার অরফারেন্স ট্রাস্ট দূর্নীতি মামলার রায়কে কেন্দ্র শাহরাস্তি উপজেলায় কোন নৈরাজ্য, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, বোমা হামলা সহ কোন প্রকার গণবিরোধি কর্মকান্ড কোন গোষ্টি বা দল সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সকল সংগঠন জনগনের পাশে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবো। এ ব্যাপারে আমাদের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। শাহরাস্তিতে কোন প্রকার নৈরাজ্য ও নাশকতা হতে দেয়া হবে না। আমরা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে ঘরে ফিরবো।
শিরোনাম:
রবিবার , ১৪ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।